১৫ দিন পর কুয়েটে ক্লাস শুরু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

টানা ১৫ দিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দফায় আজ রোববার বিভিন্ন বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েটের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। আন্ডার গ্র্যাজুয়েটদের শিক্ষা কার্যক্রম শুরু হবে ২৪ নভেম্বর থেকে। এ জন্য ২২ নভেম্বর শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়া হবে।

রেজিস্ট্রার জি এম শহিদুল আলম বলেন, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৬৬তম জরুরি সভায় আজ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী আজ থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বহাল থাকবে।

১ নভেম্বর রাতে আন্তহল ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুটি হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরদিন ২ নভেম্বর সবাইকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।