মঞ্চের মানুষ

চিরঞ্জীব কুমার বাড়ই
চিরঞ্জীব কুমার বাড়ই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র চিরঞ্জীব কুমার বাড়ই। পশুপালন অনুষদের চতুর্থ বর্ষে পড়ুয়া ছেলেটি ইমন নামেই বেশি পরিচিত। ক্যাম্পাসে দারুণ জনপ্রিয় অভিনেতা হিসেবে। ২০১৭ সালে প্রথম মঞ্চস্থ হয় তাঁর অভিনীত নাটক ভাষার বিড়ম্বনা। তারপর ক্যাম্পাসের বিভিন্ন অনুষ্ঠানে নাটকে অংশগ্রহণ করায় নাম-পরিচিতি ছড়িয়েছে দ্রুত। জানালেন, মঞ্চ তাঁকে বেশ টানে, নাটকসংক্রান্ত যেকোনো বিষয়ে জড়িত থাকতে ভালো লাগে।

ক্যাম্পাসের অঙ্কুর সাংস্কৃতিক সংগঠন খুব প্রিয় তাঁর। ছোটবেলায় গান শিখেছেন বাবার কাছে। বাবাই তাঁর প্রথম ও শেষ ওস্তাদ। তবে স্কুলজীবনের পর আর সেভাবে গান গাওয়া হয়নি। আয়োজন করে কখনোই অভিনয় শেখেননি, তবে নাটকের শুরু দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময়। এলাকায় স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও পয়লা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান হতো। একবার এক নাটকের মহড়া দেখতে গিয়েছিলেন ছোট্ট চিরঞ্জীব। কীভাবে যেন নাটকের একটি চরিত্রে ঢুকে পড়েছিলেন তিনি। এরপর উপজেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একে একে বেশ কিছু উপজেলাভিত্তিক সনদ পেয়েছেন। বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০০৯-এ উপস্থিত অভিনয়ে প্রথম স্থান তাঁর ছোটবেলার অভিনয়জীবনের সেরা প্রাপ্তি। কিন্তু পরীক্ষার কারণে পরে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে না পারার আক্ষেপ রয়ে গেছে এখনো। দুই ভাইবোনের মধ্যে বড় চিরঞ্জীব ভোলা জেলার কুতুবা মাধ্যমিক বিদ্যালয় থেকে স্কুল ও আবদুর জব্বার কলেজ থেকে চুকিয়েছেন কলেজের পাঠ। ভবিষ্যতে নাটক নিয়ে কিছু করার ইচ্ছা থাকলেও পরবর্তী সময়ে সে রকম কোনো সুযোগ পাবেন কি না, সেটা নিয়ে কিছুটা দ্বিধায় আছেন। তাই যত দূর সম্ভব, ক্যাম্পাসেই নাটকে অভিনয়ের আনন্দটা উপভোগ করতে চান তিনি। চিরঞ্জীবকে সরকারি চাকরিজীবী হিসেবে দেখতে চান পরিবারের সদস্যরা, কিন্তু মনে মনে একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন এই তরুণ।

চিরঞ্জীব কুমার বাড়ই, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ