রাবিতে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় স্যার জগদীশ চন্দ্র বসু ভবনের (তৃতীয় বিজ্ঞান ভবন) সামনে বিভাগের নাম পরিবর্তন করে ‘ফলিত পরিসংখ্যান’ করার দাবি জানান। রাত নয়টার পর এ প্রতিবেদন হালনাগাদ করার সময় শিক্ষার্থীদের কর্মসূচি চলছিল।

অনশনকারী শিক্ষার্থীরা বলেন, উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান এবং বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বিভাগের নাম পরিবর্তন করে ‘ফলিত পরিসংখ্যান বিভাগ’ করার লিখিত নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন। দুপুরে প্রক্টর মো. লুৎফর রহমান এসে অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে স্যার জগদীশ চন্দ্র বসু ভবনের সামনে বিভাগের শতাধিক শিক্ষার্থী অনশন শুরু করেন। তাঁরা বিভাগের নাম পরিবর্তনের দাবিতে স্লোগান দিতে থাকেন। বেলা দুইটার দিকে প্রক্টর মো. লুৎফর রহমান, বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলসহ সহকারী প্রক্টর ও বিভাগের শিক্ষকেরা সেখানে আসেন। তাঁরা শিক্ষার্থীদের বিষয়টি আলোচনার আশ্বাস দিয়ে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিভাগের লিখিত আশ্বাস ব্যতীত কর্মসূচি প্রত্যাহার করতে রাজি হননি। এরপর প্রক্টরিয়াল বডি ও শিক্ষকেরা সেখান থেকে চলে যান।

আন্দোলনরত মাস্টার্সের শিক্ষার্থী মো. মুজাহির রহমান বলেন, ‘আমাদের বিভাগটি আর কোনো বিশ্ববিদ্যালয়ে নেই। বিভাগের নাম ও বিষয় কোড না থাকার কারণে আমরা নানা সমস্যার সম্মুখীন হই। এ জন্য আমরা অনেক আগে থেকে বিভাগের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছি। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’

বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাহতাব উদ্দীন বলেন, ‘শিক্ষকেরা আমাদের কেবল আশ্বাস দিয়ে যাচ্ছেন। একবার বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলতে পাঠানো হয়। আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগে আলোচনা করতে বলে। এখন বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলতে গেলেও আমাদের লিখিত আবেদন দিতে হয়। আমাদের যা-ই কিছু হোক না কেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিভাগের কাছ থেকে নাম পরিবর্তনের লিখিত আশ্বাস ছাড়া আমরা কর্মসূচি প্রত্যাহার করব না।’

গত ২৮ জানুয়ারি বিভাগের শিক্ষার্থীরা স্যার জগদীশ চন্দ্র বসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন। সেখানে তাঁরা পিএসসিতে বিষয় কোড অন্তর্ভুক্ত করার দাবি মানা না হলে ৯ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনে যাওয়ার হুমকি দেন। তবে ৮ ফেব্রুয়ারি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে ‘অনিবার্য কারণবশত’ অনশন স্থগিতের ঘোষণা দেন।

এরপর গত ১৯ জানুয়ারি বিভাগের শিক্ষার্থীরা পিএসসিতে বিভাগের বিষয় কোড অন্তর্ভুক্ত করার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে নানা কর্মসূচি শুরু করেন। এই দাবিতে তাঁরা মানববন্ধন, সংবাদ সম্মেলন, অবস্থান কর্মসূচি পালন করেছেন। একপর্যায়ে তাঁরা বিভাগের নাম পরিবর্তন করে ‘ফলিত পরিসংখ্যান বিভাগ’ করার দাবিতে আন্দোলন শুরু করেন।

বিভাগটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী গালিব হাসান বলেন, অনশনকালে বুধবার দুপুরে মাস্টার্সের শিক্ষার্থী এম এ সোহাগ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোবাশ্বির উল্লাহ অসুস্থ হয়ে পড়লে তাঁকেও চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, ‘শিক্ষার্থীদের নিয়েই তো আমাদের কাজ। এই বিষয়ে প্রশাসনিক কাজের জন্য সময় প্রয়োজন। আমরা শিক্ষার্থীদের আশ্বাস দিলেও তাঁরা মানতে চাইছেন না।’ তিনি বলেন, ‘উপাচার্য ও এক সহ-উপাচার্য এখন ঢাকায় আছেন। উপাচার্য মিটিংয়ে থাকায় ফোন ধরেননি। তবে শিক্ষার্থীদের কর্মসূচির ব্যাপারে উপাচার্য দপ্তরকে জানিয়েছি।’

প্রক্টর মো. লুৎফর রহমান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অনশন স্থগিতের আহ্বান জানিয়েছিলাম, তবে তাঁরা শোনেননি। উপাচার্য ঢাকায় আছেন। তিনি এলে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে।’

পরে রাত নয়টার দিকে প্রক্টর লুৎফর রহমান বলেন, ‘আমি, বিভাগের সভাপতি ও অন্য শিক্ষকেরা এখানে আছি। শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিতের জন্য তাঁদের আহ্বান জানাচ্ছি।’