করোনাভাইরাস: বাকৃবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ দেয়। এর আগে ১৬ মার্চ সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে বাকৃবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতির কারণে হলে অবস্থানরত শিক্ষার্থীদের শনিবার বিকেল পাঁচটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। হল খোলার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

এদিকে গত সোমবার সরকারের নির্দেশের পরিপ্রেক্ষিতে ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। অবশ্য এর আগেই সব অনুষদের শিক্ষার্থীরা গণস্বাক্ষর নিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেন।