চাকরি হারাবেন না, টিউশন ফি অর্ধেক মওকুফ

করোনাভাইরাসের কারণে এই দুর্যোগের সময়ে সবাই কমবেশি সংকটে। এই সংকটময় মুহূর্তে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের কর্মীদের চাকরি না হারানোর নিশ্চয়তা এবং শিক্ষার্থীদের এক মাসের টিউশন ফি ৫০ শতাংশ মওকুফ করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানের চেয়ারম্যান খান মোহাম্মদ আখতারুজ্জামান ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যালয় ব্যবস্থাপনা বোর্ডের পক্ষ থেকে এই নিশ্চয়তা প্রদান করেছেন। এ ছাড়া এই সংকটময় পরিস্থিতিতে সবার কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের এক মাসের ৫০ শতাংশ বেতন মওকুফ এবং বিদ্যালয়ে কর্মরত সদস্যদের চাকরি না হারানোর নিশ্চয়তা দেওয়া হয়েছে।
রাজধানীর এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলটির লালমাটিয়ার প্রধান শাখাসহ আরও দুটি শাখায় প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করে। এ ছাড়া রয়েছেন ৩০০ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী।