ইউএপিতে স্প্রিং ২০২০ সেমিস্টারের ভার্চুয়াল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্প্রিং ২০২০ সেমিস্টারে ভর্তি নতুন শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।ভার্চুয়াল এই ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সি এম শফি সামি।

শফি সামি বক্তব্যের শুরুতে অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষা কার্যক্রম নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়ার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, তাঁদের বিশ্ববিদ্যালয় বিশ্বমানের অনলাইন শিক্ষা প্রদান করতে সব ধরনের চেষ্টা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। তিনি তাঁর বক্তব্যে বলেন অনলাইন শিক্ষা ফলপ্রসু করতে আমরা কাজ করে যাচ্ছি। তিনি শিক্ষার্থীদের বলেন, এই নতুন স্বাভাবিকপরিস্থিতির সঙ্গে তোমাদের খাপ খাওয়াতে হবে। আমরা হয়তো অনেক বাধার সম্মুখীন হব তবে আমরা এই পরিস্থিতি জয় করতে আশাবাদী।

ইউএপির স্প্রিং সেমিস্টারের অনলাইন ক্লাস গতকাল থেকে শুরু হয়েছে।