স্বপ্ন নিয়ে ভাবছি আবার

নূরে আলম সিদ্দিকী
নূরে আলম সিদ্দিকী

১৭ মার্চ কলেজ বন্ধের নোটিশ পেয়ে ১৮ মার্চ সকালেই চলে আসি গ্রামে। প্রায় চার মাস ধরে ঢাকার যান্ত্রিক কোলাহল আর নাগরিক
জীবনের ব্যস্ততার বাইরে কাটছে সিগ্ধ এক গ্রামীণ জীবন।

কলেজ ক্যাম্পাস, শিক্ষক, সহপাঠী, লাইব্রেরি, ঢাকার আকাশে বাতাসে বোনা সহস্র স্বপ্ন—এসব কিছু ভীষণভাবে অনুভব করলেও গ্রামীণ সৌন্দর্য, সারাক্ষণ পাখির ডাক, পরিচ্ছন্ন বাতাস, মাটি, নদী এবং অতি কিছু সাধারণ জীবনযাপনের মাঝে নিজেকে আবার খুঁজে পাচ্ছি। আবিষ্কার করছি নতুন রূপে। নিজের স্বপ্নগুলোকে আবার নতুন ছকে বাঁধছি।

প্রচুর বই পড়ার চেষ্টা করছি। শিক্ষামূলক ভিডিও দেখছি। নিয়মিত লেখা পাঠাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিন ও সাহিত্য সাময়িকীতে। প্রকাশিত না হলে হাল ছেড়ে দিচ্ছি না। কীভাবে লেখা আরও ভালো করা যায়, তার চেষ্টা করছি। নতুন নতুন লেখা লিখছি, আবারও পাঠাচ্ছি। এই লেখালেখি করতে গিয়ে যা একটু পড়া হচ্ছে, তাতে নিজের মস্তিষ্কটাকেও একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছি।

আমাদের তো কোনো বিশ্রাম ছিল না। নিজেকে নিয়ে ভাবার সময় ছিল না। এখন নিজের স্বপ্ন নিয়ে ভাবছি আবার নতুন করে। নিজেকে দক্ষ করে তোলার এটাই সময়। সামনে অনেক কঠিন লড়াই।

নূরে আলম সিদ্দিকী
বাংলা বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা