নর্দান বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি প্রসারে 'যুব উদ্যোক্তা' সেমিনার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে কোভিড-১৯ চলাকালীন গ্রামীণ কৃষি অর্থনীতি প্রসারে 'যুব উদ্যোক্তা' শীর্ষক ভার্চ্যুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সকাল ১১ টার দিকে ফেসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ।

ওয়েব সেমিনারে অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্ট এর চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য আনোয়ার হোসেন। প্রবন্ধ উপস্থাপক ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহ উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবির। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গণমাধ্যম ব্যক্তিত্ব ও কৃষি বিশেষজ্ঞ শাইখ সিরাজ, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান এস. এম. বখতিয়ার।