দাখিলে ঝালকািঠর এন এস কামিল মাদ্রাসা প্রথম

এ বছর মাদ্রাসা বোর্ডে প্রথম হয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা৷ গতকাল ফল ঘোষণার পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস l ছবি: প্রথম আলো
এ বছর মাদ্রাসা বোর্ডে প্রথম হয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা৷ গতকাল ফল ঘোষণার পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস l ছবি: প্রথম আলো

এবারও ঝালকািঠ এন এস কামিল মাদ্রাসা (নেছারাবাদ মাদ্রাসা) দাখিল পরীক্ষায় ২৭৪টি জিপিএ-৫ পেয়ে মাদ্রাসা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে।
ঝালকািঠ এন এস কামিল মাদ্রাসার এ সাফল্য বিগত দিনের ধারাবাহিকতারই ফসল। ১৯৫৬ সালে মক্তব হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়৷ বরিশাল বিভাগের মধ্যে একমাত্র এ মাদ্রাসাতেই অনার্স ও মাস্টার্স পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা আছে৷ প্রিতষ্ঠানটিতে চার হাজার ছাত্র রয়েছে৷
অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী ১৯৯৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন শুরু করেন৷ সেই সঙ্গে পড়াশোনার মানোন্নয়নে মনোযোগী হন৷ তাঁর প্রতিষ্ঠানের এ সাফল্যের কারণ বর্ণনা করতে গিয়ে অধ্যক্ষ বলেন, এটি দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন৷ এখানে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়৷ শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় শ্রেিণ-পরীক্ষা নেওয়া হয়৷