মুঠোফোনে কলেজে ভর্তি

এসএসসির ফলাফল বেরিয়েছে, এবার ভালো কলেজে ভর্তি হওয়ার পালা৷ ছবি: প্রথম আলো
এসএসসির ফলাফল বেরিয়েছে, এবার ভালো কলেজে ভর্তি হওয়ার পালা৷ ছবি: প্রথম আলো

উচ্চমাধ্যমিকে ভর্তির আবেদনের শেষ তারিখ আগামী ১২ জুন৷ পুনর্নিরীক্ষণে যাদের ফলাফল পরিবর্তন হবে, তারা ১৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবে৷ ভর্তির জন্য আবেদন করতে হবে টেলিটক মুঠোফোনের প্রিপেইড সংযোগ থেকে খুদে বার্তার মাধ্যামে৷ তবে এর পাশাপাশি অল্প কিছু কলেজে আবেদন করা যাবে সনাতন পদ্ধতিতেও৷
মুঠোফোনে আবেদনের নিয়ম একই৷ তবে জেনে নিতে হবে কলেজের ইআইআইএন (EIIN) নম্বর৷ মোবাইলের মেসেজ অপশনে গিয়ে CAD <space> কাঙ্ক্ষিত কলেজের EIIN নম্বর <space> কাঙ্ক্ষিত গ্রুপের নামের প্রথম অক্ষর <space> এসএসসি/সমমান পরীক্ষার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <space> পরীক্ষার রোল নম্বর <space> পরীক্ষার পাসের সাল <space> শিফটের নাম <space> ভার্সন <space> কোটার নাম লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে৷ উদাহরণ: CAD 108573 S DHA 123456 2014 M B FQ
সূত্র: www.dhakaeducationboard.gov.bd