বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায়-

প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয়—এর অধ্যায়-৫ ‘বাংলাদেশের জনসংখ্যা’ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।

n সঠিক উত্তরটি খাতায় লেখো।

১. নিচের কোনটি জীবনযাত্রার মান নির্ধারক নয়?

ক. খাদ্য খ. বস্ত্র গ. মর্যাদা ঘ. চিকিৎসা   উত্তর: মর্যাদা

২. দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান কয়টি?

ক. এক খ. দুই গ. তিন ঘ. চার

উত্তর: তিন

৩. জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার অন্যতম উপায় নয়

ক. শিক্ষা খ. প্রশিক্ষণ গ. চিত্তবিনোদন ঘ. মানবসম্পদ রপ্তানি

উত্তর: চিত্তবিনোদন

৪. বাংলাদেশে প্রতিবছর কী পরিমাণ খাদ্য ঘাটতি হয়?

ক. প্রায় ২৫ লক্ষ টন খ. প্রায় ২৪ লক্ষ টন

গ. প্রায় ২৬ লক্ষ টন ঘ. প্রায় ২০ লক্ষ টন

উত্তর: প্রায় ২৫ লক্ষ টন

n উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।

. জমির তুলনায় আমাদের জনসংখ্যা

উত্তর: জমির তুলনায় আমাদের জনসংখ্যা অনেক বেশি

. জনসংখ্যা বৃদ্ধিতে আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে।

উত্তর: জনসংখ্যা বৃদ্ধিতে আমাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

. বাংলাদেশে প্রতি জনের জন্য ১জন প্রশিক্ষিত চিকিৎসক রয়েছেন।

উত্তর: বাংলাদেশে প্রতি ৪০৪৩ জনের জন্য ১জন প্রশিক্ষিত চিকিৎসক রয়েছেন।

. জনসম্পদ হচ্ছে কোনো দেশের

উত্তর: জনসম্পদ হচ্ছে কোনো দেশের শ্রমশক্তি।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল