অর্থনীতি

বহুনির্বাচনী প্রশ্ন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।

প্রশ্ন: অর্থনীতির জনক কে?

ক. ডেভিড রিকার্ডো খ. এরিস্টটল

গ. অ্যাডাম স্মিথ

ঘ. এল রবিনস

সঠিক উত্তর: গ

প্রশ্ন: উৎপত্তির ভিত্তিতে সম্পদ কত প্রকার?

ক. দুই প্রকার খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

সঠিক উত্তর: খ

প্রশ্ন: সিলেটের বনভূমির আয়তন কত?

ক. ৯০৪০ বর্গ কিমি.

খ. ১০৪০ বর্গ কিমি.

গ. ১১৪০ বর্গ কিমি.

ঘ. ১২৪০ বর্গ কিমি.

সঠিক উত্তর: খ

প্রশ্ন: সামাদ মিয়া একটি নতুন ফ্রিজ কিনেছেন। তা দেখে তাঁর বন্ধু আলমও এমন একটি ফ্রিজ কেনেন। এটি অভাবের কোন বৈশিষ্ট্য?

ক. অভাব অসীম

খ. অভাব প্রতিযোগী

গ. অনুকরণভিত্তিক অভাব

ঘ. অভাব পূরণে বিকল্প উপায়

সঠিক উত্তর: গ

প্রশ্ন: অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য বাজার একটি উত্তম পন্থা। কেননা এতে—

i. দর-কষাকষি করা যায়

ii. সস্তায় দ্রব্য কেনা যায়

iii. চাহিদা অনুযায়ী দ্রব্য উৎপাদন করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: খ

# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

নাবিল বাজারে চিনি কিনতে গিয়ে দেখলেন চিনির দাম অনেক বেশি। পাশে দাঁড়িয়ে থাকা একজন ক্রেতা বলল, রাস্তার ওপারে এই চিনি সরকারি বিক্রয়কেন্দ্রে ন্যায্যমূল্যে বিক্রি হচ্ছে।

প্রশ্ন: নাবিলের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান?

ক. ইসলামি খ. মিশ্র

গ. ধনতান্ত্রিক

ঘ. সমাজতান্ত্রিক

সঠিক উত্তর: খ

প্রশ্ন: নাবিলের দেশের অর্থব্যবস্থায়—

ক. আয়বৈষম্য দেখা দেয়

খ. সুদবিহীন লেনদেন হয়

গ. মূল্যের স্থিতিশীলতা বজায় থাকে

ঘ. ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা থাকে না

সঠিক উত্তর: ক

প্রশ্ন: ‘কর্ণফুলী পেপার মিল’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৪৭ খ. ১৯৪৯

গ. ১৯৫১ ঘ. ১৯৫৩

সঠিক উত্তর: ঘ।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী