বাংলা ২য় পত্র

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

সমার্থক শব্দ
১৫। ‘চাঁদ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. বিধু খ. ভুজ গ. ভানু ঘ. তপন
১৬। ‘নিশিত’ শব্দের অর্থ কী?

ক. গভীর রাত খ. ঝরনা গ. ধারাল ঘ. শিকারি
১৭। ‘অশ্ম’ অর্থ কী?
ক. ঘোড়া খ. পাথর গ. ধারাল ঘ. আশাহীন।
১৮। ‘কুঞ্জর’ কার সমার্থক শব্দ?
ক. হাতি খ. হরিণ গ. ভুজঙ্গ ঘ. অশ্ব
১৯। ‘হাতি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. অম্বু খ. গজ গ. কুন্তল ঘ. ব্যোম
২০। ‘অহিংসা পরম ধর্ম’—এখানে ধর্ম অর্থ কী?
ক. সুনীতি খ. স্বভাব গ. সত্ কাজ ঘ. উত্কর্ষ।

বিপরীতার্থক শব্দ
১। ‘অলীক’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. লৌকিক খ. বাস্তব গ. অলৌকিক ঘ. কল্পনা
২। ‘প্রসারণ’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অপসারণ খ. অপ্রসারিত গ. আকুঞ্চন ঘ. কুঞ্চিত
৩। ‘আকুঞ্চন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. প্রসারণ খ. বহিরঙ্গ গ. উত্তমর্ণ ঘ. অপযশ
৪। ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. প্রচেষ্ট খ. নিচেষ্ট গ. যথেষ্ট ঘ. নিরত
৫। ‘জঙ্গম’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. বহিরঙ্গ খ. স্থাবর গ. অস্থাবর ঘ. শান্তি
৬। ‘স্থাবর’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. স্থায়ী খ. অস্থায়ী গ. জঙ্গম ঘ. সীম্য
৭। ‘উপচয়’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. সঞ্চয় খ. অপচয় গ. উপাচার ঘ. অনাচার
৮। ‘কৃষ্ণ’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. অন্ধকার খ. শুক্ল গ. সাদা ঘ. আলো
৯। ‘আবির্ভাব’-এর সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক. অভাব খ. তিরোভাব গ. স্বভাব ঘ. অনুভব
১০। জড় শব্দের বিপরীতার্থক শব্দ—
ক. চেতন খ. জাগ্রত গ. জঙ্গম ঘ. ঘুমন্ত
১১। ‘গ্রহণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. বর্জন খ. পরিহার গ. অগ্রাহ্য ঘ. প্রদান
১২। ‘প্রবল’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. সবল খ. নির্বল গ. দুর্বল ঘ. আঁচল
১৩। ‘চপল’-এর বিপরীতার্থক শব্দ কী?
ক. সম্ভাব খ. রাশভারী গ. ঠান্ডা ঘ. গম্ভীর
১৪। ‘হরণ’ শব্দের বিপরীত শব্দ—
ক. গ্রহণ খ. অপহরণ গ. পূরণ ঘ. বর্জন
১৫। ‘তিমির’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সমুদয় খ. অপচয় গ. অন্ধকার ঘ. আলোক
১৬। ‘বর্ধমান’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. চঞ্চল খ. ক্ষীয়মাণ গ. হ্রস্ব ঘ. ভবিষ্যত্
১৭। ‘গৃহী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সন্ন্যাসী খ. অগৃহী গ. নিগৃহী ঘ. বাহিরী
১৮। ‘সঞ্চয়’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. উপচয় খ. অবচয় গ. অপচয় ঘ. খরচ
১৯। ‘নির্ভীক’-এর সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. ভয়াল খ. ভীতু গ. ভীরু ঘ. বোকা
২০। ‘অনন্ত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. অন্ত খ. সান্ত গ. আদি ঘ. আদ্যন্ত
২১। ‘ব্যর্থ’ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক. সার্থক খ. স্বার্থক গ. অনর্থ ঘ. পরিপূর্ণ
২২। ‘স্বকীয়’ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক. পরকীয় খ. পরকীয়া গ. অপরকীয় ঘ. বিদেশীয়
২৩। ‘চতুর’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. দুরন্ত খ. সচেতন গ. চালাক ঘ. বোকা।
বাচ্য
১। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কী বলে?
ক. উক্তি খ. বাচ্য গ. ভাষান্তর ঘ. বিভক্তি
২। বাচ্য কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৩। ‘যে বাক্যে কর্তা প্রধানরূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে’ তাকে—
ক. কর্তৃবাচ্য বলে খ. কর্মবাচ্য বলে
গ. ভাববাচ্য বলে ঘ. কর্ম-কর্তৃবাচ্য বলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সমার্থক শব্দ
১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. গ।
বিপরীতার্থক শব্দ
১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭. খ ৮. খ ৯. খ ১০. ক ১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. গ ২০. খ ২১. ক ২২. ক ২৩. ঘ।
বাচ্য
১. খ ২. খ ৩. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা