'আস সাদিক' শব্দের মানে সত্যবাদী

সঠিক প্রশ্নোত্তর  অংশ-২৫

প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।
অধ্যায়-৫
৯. মানবতার চরম দুর্দিনে আল্লাহ তাআলা কাকে বিশ্বমানবতার শান্তিদূত হিসেবে পাঠালেন?
ক. প্রথম মানব হজরত আদম (আ.)-কে
খ. সর্বকালের শ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ (সা.)-কে গ. হজরত নূহ (আ.)-কে
ঘ. হজরত ইব্রাহিম (আ.)-কে
উত্তর: খ. সর্বকালের শ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ (সা.)-কে
১০. পাঁচ বছর পর্যন্ত কে মুহাম্মদ (সা.)-কে নিজের সন্তানের মতো লালন-পালন করেন?
ক. মা আমিনা খ. সোয়েবা
গ. বিবি হালিমা ঘ. হজরত মরিয়ম
উত্তর: গ. বিবি হালিমা।
১১. কখন হজরত মুহাম্মদ (সা.)-এর চরিত্রে ইনসাফ ও ত্যাগের একটি অনুপম দৃষ্টান্ত ফুট ওঠে?
ক. শিশু বয়সেই খ. কৈশোর
গ. যৌবনে ঘ. প্রৌঢ়ে
উত্তর: ক. শিশু বয়সেই
১২. কোন লোক হজরত মুহাম্মদ (সা.)-কে অসাধারণ বালক এবং শেষ নবী বলে ভবিষ্যদ্বাণী করেন?
ক. আবু লাহাব খ. বহিরা নামক এক পাদ্রী
গ. মাইসারা ঘ. হজরত যায়িদ (রা.)
উত্তর: খ. বহিরা নামক এক পাদ্রী
১৩. ফিজার যুদ্ধ একটানা কত বছর চলে?
ক. পাঁচ বছর খ. চার বছর
গ. তিন বছর ঘ. দুই বছর
উত্তর: ক. পাঁচ বছর
১৪.হজরত মুহাম্মদ (সা.) শান্তিকামী উৎসাহী যুবক বন্ধুদের নিয়ে কোনটি গঠন করলেন?
ক. ওকায মেলা খ. হারবুল ফিজার
গ. আল-আমিন সংঘ ঘ. হিলফুল ফুজুল
উত্তর: ঘ. হিলফুল ফুজুল
১৫. হিলফুল ফুজুলের উদ্দেশ্য কী ছিল?
ক. গোত্রে গোত্রে সংঘাত তৈরি করা
খ. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা
গ. অত্যাচারিতকে হত্যা করা
ঘ. অত্যাচারীকে ধ্বংস করা
উত্তর: খ. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা
১৬. ‘আস সাদিক’ শব্দের মানে কী?
ক. বিশ্বাসী খ. শান্তি গ. সত্যবাদী ঘ. কষ্ট
উত্তর: গ. সত্যবাদী
১৭. হজরত মুহাম্মদ (সা.)-কে সারা আরববাসী আল-আমিন নামে ডাকত কেন?
ক. ভয় পেয়ে খ. সাহসী ছিলেন বলে
গ. অতুলনীয় ব্যবহারে মুগ্ধ হয়ে
ঘ. পরিশ্রমী ছিলেন বলে
উত্তর: গ. অতুলনীয় ব্যবহারে মুগ্ধ হয়ে।
১৮. তখনকার দিনে আরবে একজন বিখ্যাত ধনী ও বিদূষী মহিলা ছিলেন। তাঁর নাম কী?
ক. খাদিজা খ. মাইসারা গ. হালিমা
ঘ. সোয়েবা উত্তর: ক. খাদিজা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর