২০১৩ সালের জেএসসি পরীক্ষার প্রস্তুতি: কৃষিশিক্ষা

অধ্যায়-২ 

সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য কৃষিশিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। খুরা রোগ পশুর কোন অংশে ঘা হয়?
ক) ত্বকে খ) অন্ত্রে গ) মুখে ঘ) কুঁজে
সঠিক উত্তর: গ) মুখে
২। গুটি ইউরিয়া ব্যবহারের জন্য লাইন ও চারার দূরত্ব কেমন হবে?
ক) ১০×১০ সে. মি. খ) ২৫×২৫ সে. মি.
গ) ১৫×১৫ সে. মি. ঘ) ২০×২০ সে. মি.
সঠিক উত্তর: ঘ) ২০×২০ সে. মি.
৩। গুটি ইউরিয়া সাধারণত মাটির কত গভীরে দিতে হয়?
ক) ৫ সে. মি. খ) ৭ সে. মি.
গ) ৯ সে. মি. ঘ) ১০ সে. মি.
সঠিক উত্তর: ঘ) ১০ সে. মি.
৪। ধানের চারা রোপণের কত দিনের মধ্যে গুটি ইউরিয়া প্রয়োগ করতে হয়?
ক) ৫-৭ খ) ৬-৮ গ) ৮-১০ ঘ) ১০-১১
সঠিক উত্তর: ক) ৫-৭
৫। গুটি ইউরিয়ার ওজন কত হতে পারে না?
ক) ০.০৯ গ্রাম খ) ১.১৮ গ্রাম
গ) ২.৩ গ্রাম ঘ) ২.৭ গ্রাম
সঠিক উত্তর: গ) ২.৩ গ্রাম
৬। খড়-ইউরিয়া গো-খাদ্য তৈরিতে কত কেজি ইউরিয়া দ্রবণ প্রয়োজন?
ক) ০.৫০ কেজি খ) ১ কেজি
গ) ১.৫০ কেজি ঘ) ২ কেজি
সঠিক উত্তর: খ) ১ কেজি
৭। ৫টি গরুর জন্য ঘরের মাপ কত হবে?
ক) ৭.৫ মি.×১০ মি. খ) ১০.৫ মি.×১৪ মি. গ) ১০ মি.×৫ মি. ঘ) ১২.৫ মি.×১৬ মি.
সঠিক উত্তর: ক) ৭.৫ মি.×১০ মি.
৮। কোন গো-খাদ্যে খনিজ লবণ থাকে?
ক) ঝোলা গুড় খ) হাড়ের গুড়া
গ) ভুট্টা ভাঙা ঘ) খড়
সঠিক উত্তর: খ) হাড়ের গুড়া
৯। ধ্বসা রোগ কোন ফসলের জন্য মারাত্মক?
ক) আলু খ) সরিষা গ) গম ঘ) মুলা
সঠিক উত্তর: ক) আলু
১০। মোজাইক রোগের কারণ কী?
ক) ছত্রাক খ) ব্যাকটেরিয়া
গ) ভাইরাস ঘ) কৃমি
সঠিক উত্তর: গ) ভাইরাস
১১। মুরগির রোগ দেখা দিলে প্রথম করণীয় কোনটি?
ক) টিকা দেওয়া খ) ডাক্তার ডাকা
গ) পৃথক করে ফেলা ঘ) টিকা প্রদান
সঠিক উত্তর: গ) পৃথক করে ফেলা
১২। অ্যান্টিবায়োটিক ইনজেকশন কোন রোগের জন্য প্রয়োজন?
ক) গো-বসন্ত খ) বাদলা গ) খুরা ঘ) তড়কা
সঠিক উত্তর: খ) বাদলা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা