সেরা তালিকায় ময়মনসিংহের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান

এবার এসএসসির ফলাফলে ঢাকা বোর্ডে সেরা-২০-এ ময়মনসিংহের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান দখল করেছে। ময়মনসিংহ জিলা স্কুল অষ্টম, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ দশম ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১৬তম স্থান অর্জন করেছে।
শিক্ষাপ্রতিষ্ঠান তিনটির সূত্র জানায়, ময়মনসিংহ জিলা স্কুল থেকে ২৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৭৩ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন। পাসের হার ৯৯ দশমিক ২৭ শতাংশ। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের স্কুল শাখা থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে প্রত্যেকেই জিপিএ-৫ পেয়ে পাস করেছে। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৭৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৩২ জন। পাসের হার ৯৮ দশমিক ৯২ শতাংশ।
ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. ইউনুছ ফারুকী বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ পরিশ্রমের ফলে এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফল করতে চাই আমরা।’
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন বানু বলেন, ‘অসুস্থার কারণে আমাদের দুজন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। এ জন্য আমাদের মধ্যে একটু হতাশা আছে।’