কার্বন থেকে সৃষ্টি হয় কয়লা ও হীরা

শূন্যস্থান পূরণ  অংশ-৫
প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয়ে ২ নম্বর প্রশ্ন থাকবে ‘শূন্যস্থান পূরণ’-এর ওপর। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৪
২৮। যে ব্যক্তি ধূমপান করে তার নানা — হয়।
উত্তর: অসুখ।
২৯। ইটের ভাটা — থেকে দূরে স্থাপন করা উচিত।
উত্তর: লোকালয়।
৩০। — লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টি করা উচিত।
উত্তর: গাছ।

অধ্যায়-৫
১. বিদ্যুৎ চমকানোর পেছনে—শক্তি কাজ করে।
উত্তর: তড়িৎ
২. সাইকেল চালাতে—শক্তি কাজ করে।
উত্তর: পেশি
৩. বৈদ্যুতিক বাতি জ্বালালে—শক্তি— শক্তিতে রূপান্তরিত হয়।
উত্তর: তড়িৎ, আলোক
৪. শক্তি—বা—করা যায় না।
উত্তর: সৃষ্টি, ধ্বংস
৫. পদার্থ—দিয়ে গঠিত।
উত্তর: পরমাণু
৬. তাপ দিলে পদার্থের—পরিবর্তন ঘটে।
উত্তর: দশা বা অবস্থার
৭. কঠিন দশায় পদার্থের পরমাণুগুলো নির্দিষ্ট অবস্থানে—থাকে।
উত্তর: সাজানো
৮. কাজ করার সামর্থ্যকে আমরা—বলি।
উত্তর: শক্তি
৯. শক্তি হচ্ছে পরিবর্তনের—বা—।
উত্তর: সংঘটক, এজেন্ট
১০. কয়লা ও হীরা সৃষ্টি হয়—থেকে।
উত্তর: কার্বন
১১. আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির একটি লক্ষ হলো পদার্থের—জানা।
উত্তর: বৈশিষ্ট্য
১২. আলো—পদ্ধতিতে সঞ্চারিত হয়।
উত্তর: বিকিরণ
১৩. জলস্রোতকে ব্যবহার করে— উৎপাদন করা হয়।
উত্তর: বিদ্যুৎ
১৪. তাপ সঞ্চারণের তিনটি পদ্ধতি হচ্ছে—, পরিবহন ও —।
উত্তর: পরিচলন, বিকিরণ
১৫. আলোর ওজন, — ও আয়তন নেই।
উত্তর: আকার
১৬. — শক্তি ব্যবহার করে পালতোলা নৌকা চালানো হয়।
উত্তর: বায়ুপ্রবাহের
১৭. — শক্তি ব্যবহার করে রাতে আমরা বাতি জ্বালাই।
উত্তর: বিদ্যুৎ।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল