ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বৃত্তি

বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তিসহ স্নাতকোত্তর পড়ার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। শিক্ষাবৃত্তির আওতায় থাকছে পূর্ণ টিউশন ফি, যাতায়াত খরচ ও আবাসন ব্যয়।
আবেদনের যোগ্যতা হিসেবে বলা হয়েছে শিক্ষার্থীকে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে, বিদেশি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে থাকলে তা অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। এ ছাড়া আইএলটিএস কোর্সে ন্যূনতম ৬.৫ স্কোর থাকতে হবে। বিজ্ঞান ও প্রকৌশলবিষয়ক কোর্সে ৭০ শতাংশ নম্বরসহ স্নাতক পাস হতে হবে, শিক্ষা ও সামাজিক বিজ্ঞানের কোর্সে আগ্রহী হলে ৫৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আবেদন করা যাবে ১৩ মার্চের মধ্যে।
বিস্তারিত: http://bit.ly/1wfNclU