কৃষি শিক্ষা

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

আকা: কাইয়ুম চৌধুরী
আকা: কাইয়ুম চৌধুরী

প্রিয় শিক্ষার্থী, আজ কৃষিশিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২
অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্ন দুটির উত্তর দাও।

সুফিয়ার বাড়ির আঙিনায় ৩ মি.´৪ মি. আকৃতির উঁচু খালি জায়গা রয়েছে। ব্যাংক থেকে ক্ষুদ্রঋণ গ্রহণ করে তিনি ওই জায়গায় গোশালা নির্মাণ করে গরু মোটাতাজাকরণের কার্যক্রম গ্রহণ করলেন।
২৫। সুফিয়া তাঁর আঙিনায় কয়টি গরুর বাসস্থান নির্মাণ করতে পারবেন?
ক. ৪টি খ. ৩টি গ. ২টি ঘ. ১টি
উত্তর: ক. ৪টি

২৬। সুফিয়ার খামারটি তাঁর পরিবারে কী ধরনের সুফল বয়ে নিয়ে আসবে?
ক. আমিষের ঘাটতি পূরণ করবে
খ. শর্করার ঘাটতি পূরণ করবে
গ. গবাদিপশুর সংখ্যা বৃদ্ধি করবে
ঘ. দুধের সরবরাহ বৃদ্ধি করবে।
উত্তর: ক. আমিষের ঘাটতি পূরণ করবে।

অধ্যায়-৩
১। সরাসরি বপনের ক্ষেত্রে বীজতলার মাটি কত সেন্টিমিটার গভীর করে চাষ করতে হয়?
ক. ১০-১৫ সেমি. খ. ১৫-২০ সেমি.
গ. ২০-২৫ সেমি. ঘ. ২৫-৩০ সেমি.
উত্তর: খ. ১৫-২০ সেমি.
২। সহজে দ্রবণীয় উদ্ভিদের পুষ্টি উপাদান—
ক. ফসফরাস খ. পটাশিয়াম
গ. নাইট্রোজেন ঘ. সালফার
উত্তর: গ. নাইট্রোজেন
৩। উন্নত জাতের বীজের চূড়ান্ত অনুমোদনকারী সংস্থার নাম কী?
ক. BADC খ. IRRI
গ. BSTI ঘ. বীজ প্রত্যয়ন কর্তৃপক্ষ
উত্তর: ঘ. বীজ প্রত্যয়ন কর্তৃপক্ষ
৪। শুকনো বীজতলার জন্য উপযুক্ত মাটি—
ক. এঁটেল দো-আঁশ খ. দোআঁশ
গ. বেলে দো-আঁশ ঘ. এঁটেল
উত্তর: খ. দো-আঁশ
৫। ভেজা কাদাময় বীজতলা কোন মাটিতে তৈরি করা হয়?
ক. এঁটেল খ. দো-আঁশ গ. বেলে ঘ. পলি
উত্তর: ক. এঁটেল
৬। বীজ ফসলের নির্বাচন কোথা থেকে শুরু করতে হয়?
ক. গুদামঘর থেকে খ. বাজার থেকে
গ. মাঠে থাকতেই ঘ. গোলাজাত করে
উত্তর: গ. মাঠে থাকতেই
৭। জমির চারদিকে আইল বেঁধে রাখা হয় কোন সেচপদ্ধতিতে?
ক. চেক বেসিন-পদ্ধতিতে খ. নালা-পদ্ধতিতে
গ. রিং বেসিন-পদ্ধতিতে ঘ. ড্রিপ সেচ-পদ্ধতিতে
উত্তর: ক. চেক বেসিন-পদ্ধতিতে
৮। আদর্শ বীজতলার চারপাশে কতখানি জায়গা নালার জন্য রাখতে হয়?
ক. ১৫ সেমি. খ. ২০ সেমি.
গ. ২৫ সেমি. ঘ. ৩০ সেমি.
উত্তর: গ. ২৫ সেমি.
৯। আদর্শ নাসারি বীজতলার প্রতি বেডে কী পরিমাণ গোবর বা কম্পোস্ট সার দিতে হয়?
ক. ২৫ কেজি খ. ২০ কেজি
গ. ১৫ কেজি ঘ. ১০ কেজি
উত্তর: ক. ২৫ কেজি
১০। ইউরিয়া সার গুটি আকারে ফসলের জমিতে প্রয়োগ করলে কতটুকু ইউরিয়া সাশ্রয় হয়?
ক. ২৫% খ. ২০% গ. ১৫% ঘ. ১০%
উত্তর: ক. ২৫%
১১। ধান ও গম বীজের আর্দ্রতার নিরাপদ মাত্রা কত?
ক. ৯-১১% খ. ৮-১০% গ. ৬-৮% ঘ. ৪-৬%
উত্তর: খ. ৮-১০%
১২। সাধারণত ফলবাগানে কোন ধরনের সেচ-পদ্ধতি ব্যবহার করা হয়?
ক. চেক বেসিন খ. রিং বেসিন
গ. বর্ষণ বেসিন ঘ. ড্রিপ বেসিন
উত্তর: খ. রিং বেসিন
১৩। বীজতলার মাটি তৈরিতে গ্যামাক্সিন/ ফরমাল ডিহাইড প্রয়োগ করা হয় কেন?
ক. শোধনের জন্য খ. উর্বরতার জন্য
গ. ঝুরঝুরে করতে ঘ. দ্রুততার জন্য
উত্তর: ক. শোধনের জন্য
১৪। বীজতলার চারদিকে বেড়া দিতে হয় কেন?
ক. গরু-ছাগল থেকে রক্ষা করার জন্য
খ. পোকামাকড় থেকে রক্ষা করার জন্য
গ. রোগবালাই থেকে রক্ষার জন্য
ঘ. ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য
উত্তর: ক. গরু-ছাগল থেকে রক্ষা করার জন্য
১৫। মরিচের ক্ষেত্রে কোনো বীজ সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যাগ কিরূপ হতে হবে?
ক. জিপারযুক্ত প্লাস্টিকের ব্যাগ
খ. জিপারযুক্ত কাপড়ের ব্যাগ
গ. প্লাস্টিকের তৈরি ড্রাম ঘ. টিনের তৈরি ড্রাম
উত্তর: ক. জিপারযুক্ত প্লাস্টিকের ব্যাগ
১৬। ফসল উৎপাদনে সারের বিকল্প নেই কেন?
ক. সার খুবই সহজলভ্য
খ. সারের কোনো খারাপ দিক নেই
গ. সার ব্যবহারে উৎপাদন নিশ্চিত হয়
ঘ. উদ্ভিদের খাদ্যই হচ্ছে সার
উত্তর: খ. সারের কোনো খারাপ দিক নেই
১৭। বীজতলার মাটিতে খড় বিছিয়ে তা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় কেন?
ক. মাটিকে জীবাণুমুক্ত করার জন্য
খ. আবর্জনা দূর করার জন্য
গ. খড় পোড়া ছাই উত্তম সার বলে
ঘ. মাটির তাপমাত্রা বৃদ্ধির জন্য
উত্তর: ক. মাটিকে জীবাণুমুক্ত করার জন্য।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল