প্রাথমিক বিজ্ঞান

অধ্যায়-

প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৪ ‘বায়ু’ থেকে গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।

n রচনামূলক প্রশ্ন-উত্তর:

প্রশ্ন: বায়ু প্রবাহকে আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি?

উত্তর: বায়ুর স্বাভাবিক প্রবাহকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। যেমন—

১. বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে আমরা পালতোলা নৌকা চালাতে পারি।

২. বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে আমরা বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি।

৩. কাপড়চোপড় শুকাতে বায়ু প্রবাহ কাজে লাগে।

৪. চুল শুকানোর যন্ত্রের বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে চুল শুকানো যায়।

৫. বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে আমরা ফসল ঝেড়ে ময়লা দূর করতে পারি।

৬. প্রচণ্ড গরমের সময় শরীকে ঠান্ডা রাখতে হাতপাখা ও বৈদ্যুতিক পাখার বায়ু প্রবাহকে ব্যবহার করতে পারি।

৭. বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন করকারখানা চালাতে পারি।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল