কাল থেকে বিইউপিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
১০ থেকে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বসবে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনের আসর। বিইউপির শিক্ষার্থীদের সংগঠন ‘বিইউপি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল’ ষষ্ঠবারের মতো এই সম্মেলনের আয়োজন করছে। এবারের আলোচ্য বিষয় ‘মহামারি-পরবর্তী বিপর্যয় মোকাবিলায় প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে অর্থনীতির উন্নয়ন’।
জাম্বিয়া, সোমালিয়া, আইভরি কোস্ট, ক্যামেরুন ও বাংলাদেশ থেকে প্রায় ৩০০ প্রতিযোগী সম্মেলনে অংশ নেবেন। বিচারকের দায়িত্বে থাকবে জাম্বিয়া, ক্যামেরুন, বাংলাদেশের ২৬ জন। ১০ ফেব্রুয়ারি সকালে সংগঠনের সভাপতি ও সম্মেলনের মহাসচিব মো. নাজমুল হাসান অনুষ্ঠানের সূচনা করবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল এমরান আহমেদ চৌধুরী। তিন দিনের এই আয়োজনে প্রতিযোগীরা তাঁদের কূটনৈতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গবেষণা ও যুক্তি তুলে ধরবেন। বিইউপির নিজস্ব মিলনায়তন এবং বিভিন্ন ক্লাসরুমে চলবে অনুষ্ঠানের একেকটি পর্ব।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান। সম্মেলনে অংশগ্রহণকারী তরুণ কূটনীতিকদের উৎসাহ দিতে পুরো আয়োজনের সহযোগী হিসেবে থাকছে প্রথম আলো।