‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে উদ্যাপিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২। অনুষ্ঠানের কর্মসূচি হিসেবে ছিল বর্ণাঢ্য আনন্দ র্যালি, আলোচনা সভা ও একাডেমিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার, সহ–উপাচার্য বেনু কুমার দে ও বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান।
র্যালি শেষে বিজ্ঞান অনুষদের ১ নম্বর গ্যালারিতে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. এমদাদুল হক। আলোচনা অনুষ্ঠানের বক্তব্য পর্বে বিভাগের অধ্যাপক মো. আবদুল করিম পরিসংখ্যানের বহুমুখী ব্যবহার তুলে ধরেন। বক্তব্য পর্বে অধ্যাপক সোমা চৌধুরী বিশ্বাস রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়নে পরিসংখ্যানের যথাযথ ব্যবহার তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মো. ইমাম হোসেন ও বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান।
সভাপতির বক্তব্যের আগে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিভাগের সভাপতি অধ্যাপক মো. রোকনুজ্জামান আজাদ উন্নত জীবনের জন্য গুণগত পরিসংখ্যানের ভূমিকা তুলে ধরেন এবং অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনিরুজ্জামান ভূঁইয়া।