নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ভেতরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস (বাউস্ট)। প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৫ সালে। শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে এরই মধ্যে প্রশংসিত হয়েছেন এই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।
১৮ জানুয়ারি ক্যাম্পাসে পা রেখেই চোখে পড়ল ফুলে ফুলে শোভিত প্রাঙ্গণ। সবুজে সাজানো। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নির্ধারিত পোশাকে এখানে আসেন শিক্ষার্থীরা। আমরা যেদিন বাউস্ট ঘুরে দেখেছি, এর কিছুদিন পরই অবশ্য করোনার কারণে আবারও বন্ধ করে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান। তবে ২৩ জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছে অনলাইনভিত্তিক পাঠদান।
ক্যাম্পাস ঘুরে
ভবিষ্যতের পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে প্রকৌশল ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠা করে বাউস্ট। কর্তৃপক্ষ বলছে—সৈয়দপুরকে জ্ঞানের কেন্দ্র বা ‘হাব অব নলেজ’ হিসেবে গড়ে তুলতে চান তাঁরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মো. হাবিবুর রহমান খান জানালেন, এখানে আছে পাঁচটি অনুষদ—তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল, যন্ত্রকৌশল, পুরকৌশল, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান ও কলা। এগুলোর অধীনে সাতটি বিভাগে আটটি বিষয় পড়ানো হয়। মো. হাবিবুর রহমান খান বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে সততা, নিষ্ঠা, মুক্তচিন্তা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, উত্কর্ষ, বৈচিত্র্যময়তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ইত্যাদি জাগিয়ে তোলার চেষ্টা থাকে আমাদের। আমাদের এখানে আছে ২০টি সমৃদ্ধ গবেষণাগার। একটি সুন্দর মিলনায়তন। গ্রন্থাগার, ব্যায়ামাগার ও সাতটি ছাত্রাবাস মিলিয়ে ক্যাম্পাসের পরিবেশ খুব সুন্দর।’
কথা হলো কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের ছাত্রী মনসুরা আকতারের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় দেশের একটি ব্যতিক্রম শিক্ষাপ্রতিষ্ঠান। সম্প্রীতির আবহের পাশাপাশি এখানে আছে অন্য রকম শৃঙ্খলাবোধ। সেনাবাহিনীর মতো অনুশাসন থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক উদার। আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার দীক্ষা পাই আমরা।’ শিক্ষার্থীরা জানালেন, তাঁদের ক্যাম্পাসে সময় উপযোগী বেশ কিছু শিক্ষা উপকরণ আছে। আছে প্রদর্শনী, প্রক্ষেপণের ব্যবস্থা।
ব্যবসায় শিক্ষার ছাত্রী ফারহানা মেঘলা খুব আগ্রহ নিয়ে বলছিলেন, ‘ক্যাম্পাসে আমাদের জন্য একটি গ্রন্থাগারও আছে। রেফারেন্স সংগ্রহ, বিষয়ভিত্তিক লেখাপড়া, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে বিস্তর পড়ার সুযোগ এখানে আছে।’
সৈয়দপুর সেনানিবাসের বাউস্ট ক্যাম্পাসে দেশের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়তে আসেন। লেখাপড়ার পাশাপাশি রোবোটিকস প্রতিযোগিতা, শিক্ষা সফর, বিভিন্ন জাতীয় দিবস পালন, পিঠা উৎসব, আন্তবিশ্ববিদ্যালয় খেলাধুলায় সারা বছর সরব থাকে এই প্রাঙ্গণ। যদিও করোনাকালে এসবে কিছুটা ভাটা পড়েছে। তবে শিক্ষার্থীরা নিজেদের মতো করে অনলাইন ক্লাসের পাশাপাশি নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
আছে অর্জন
২০১৯ সালের জুলাই মাসজুড়ে আয়োজিত রিয়েলিটি শো জিপিএইচ ইস্পাত ‘এসো রোবট বানাই’ আয়োজনে বিজয়ী হয়েছিল বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের দল—পেরিকোলোসো পিয়াট। বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, এমআইএসটি, ব্র্যাকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে রোবট তৈরির এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বাউস্টের শিক্ষার্থীরা। ‘পেরিকোলোসো পিয়াট’ দলের পাঁচ সদস্য—শহীদুল ইসলাম, আবির হোসেন, কাজী আতাই কিবরিয়া, আসওয়াদ সরকার ও আসিফ উল ইসলাম, সবাই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান ড. মোহাম্মদ শওকত আলী বলেন, ‘দেশে বিদেশে উন্নয়নের সমান অংশীদার হবে আমাদের ছাত্রছাত্রীরা। তাদের নতুন নতুন প্রকৌশল এবং গবেষণামূলক কাজের মাধ্যমে এগিয়ে যাবে দেশ। সেই সঙ্গে রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার সফল প্রয়োগের মাধ্যমে ওরাই আমাদের পথ দেখাবে।’
২০১৯ সালেই বাউস্টের শিক্ষার্থী তাজবিউল মাহমুদ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বেস্ট প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি ন্যাচারাল ফাইবার কম্পোজিট অ্যান্ড হাইব্রিড কম্পোজিট নিয়ে ক্যাম্পাসের গবেষণাগারে একটি প্রকল্প তৈরি করেন। ওই প্রকল্পটি তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অধ্যাপক শফিউল ফেরদৌস। তাজবিউল ছিলেন যন্ত্রকৌশলের ছাত্র। বিভিন্ন জার্নাল ঘেঁটে পাট দিয়ে ফাইবার তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেন তিনি, যা উড়োজাহাজের অন্দরসজ্জায় কাজে লাগবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের ২৯ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে (আইসিকেইএম) অংশ নিয়েছিলেন তাজবিউল। সেখানে তাঁর প্রেজেন্টেশনের জন্যই পুরস্কার পান তিনি।
সে সময়ের অভিজ্ঞতা শুনছিলাম তাঁর কাছে। তাজবিউল বলেন, ‘দারুণ সময় কেটেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি, সাউথ আফ্রিকার ইউনিভার্সিটি অব জোহানেসবার্গের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যাপকেরা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিএসসি ক্যাটাগরিতে আমিই প্রথম এ অ্যাওয়ার্ড পেয়েছি।’
বাউস্ট কর্তৃপক্ষ জানায়, তাঁদের শিক্ষার্থীদের গবেষণাপত্র বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে স্থান পেয়েছে। পেয়েছে একাধিক সম্মাননা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল ড. লুত্ফর রহমান (অব.) বলেন, ‘বাউস্টের শিক্ষার্থীরা স্নাতকের পর সেনা, নৌ ও বিমানবাহিনীতে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পায়। তাই আমরা নীতিনৈতিকতা ও শৃঙ্খলা চর্চার ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। দেশ-বিদেশে বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামে অংশ নিচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখা হচ্ছে।’