আয়ুশ মন্ত্রণালয়ের অনুমোদনে অধ্যাপক মনোয়ার হোসেন কাজমি ‘ইউনানি চেয়ার’ হিসেবে গত ৩১ মার্চ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যোগ দিয়েছেন। অধ্যাপক মনোয়ার বিশ্ববিদ্যালয়ে ইউনানি মেডিসিন বিষয়ে ক্লাস নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্পট ডায়াগনসিস শেখাবেন। এ ছাড়া এখন থেকে ভারতীয় হাইকমিশনারের উপস্থিতিতে প্রতি বছর ২১ মে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসে ইয়োগা ডে উদ্যাপিত হবে।
২০১২ সালের ১৪ মার্চ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। অধ্যাপক মনোয়ার হোসেন কাজমির যোগদান উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের প্রধান কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। অনুষ্ঠানে হামদর্দ বাংলাদেশের মোতাওয়াল্লি ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি আবুল খায়েরসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।