অনলাইনে স্থগিত চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে বিডিইউ
করোনা সংক্রমণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) বিভিন্ন বিভাগের স্থগিত চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবিত প্রক্টরড রিমোট এক্সাম সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আইসিটিই প্রোগ্রামের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুনাজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে তৈরিকৃত প্রক্টরড রিমোট এক্সাম (PRExa) সফটওয়্যার তৈরি করা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্যাদি, যেমন: পরীক্ষার জন্য ব্যবহৃত সফটওয়্যারের আপডেটেড ভার্সন, ব্যবহারবিধি, সফটওয়্যারের ইউজার অথেনটিকেশন এবং সফটওয়্যার ব্যবহারের ভিডিও টিউটোরিয়াল বিশ্ববিদ্যালয় প্রদত্ত ই–মেইলের মাধ্যমে প্রেরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকেরা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা প্রক্টরড রিমোট এক্সাম সফটওয়্যারের মাধ্যমে সফলভাবে শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার ইনভিজিলেটররা তাদের নিজ নিজ সফটওয়্যারের প্যানেল থেকে শিক্ষার্থীদের পরীক্ষা তদারকি করেন। পরীক্ষার সময়ে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করলে অথবা নিয়মবহির্ভূত কোনো আচরণ করলে ইনভিজিলেটররা সফটওয়্যারের প্যানেল থেকে নোটিফিকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক করেন।
উপাচার্য মুনাজ আহমেদ প্রথম আলোকে বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত জানুয়ারি-জুন ২০২০ সেমিস্টারের ফাইনাল পরীক্ষাগুলো প্রক্টরড রিমোট এক্সাম সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সফল ও সুন্দর পরিবেশে অনলাইনে নেওয়া হয়েছিল। জুলাই-ডিসেম্বর ২০২০ সেমিস্টারের পরীক্ষাও একই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সফল ও সুন্দর পরিবেশে অনলাইনে শুরু হয়েছে। এটি বাংলাদেশে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে এবং অনলাইনে ডিগ্রি প্রদানের ক্ষেত্রেও এ সফটওয়্যার অগ্রণী ভূমিকা পালন করবে।
উপাচার্য বলেন, এ পদ্ধতিতে সম্পূর্ণ গ্রহণযোগ্যভাবে পরীক্ষা নেওয়া সম্ভব, যা অন্য কোনো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যম ব্যবহার করে সম্ভব নয়। বাংলাদেশে এই প্রথম একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এ রকম একটি আন্তর্জাতিক মানের সফটওয়্যার ব্যবহার করে, করোনা মহামারির মধ্যে সফলভাবে পরীক্ষা নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করল।