অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের যুক্ত করতে ৩ নির্দেশনা মাউশির

করোনার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থী–অভিভাবকদের লাইনে দাঁড়িয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে দেখা যায়
প্রথম আলো ফাইল

করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সব শিক্ষার্থীকে সংসদ টিভি ও অনলাইন ক্লাসের সুযোগ দেওয়ার চেষ্টা করেছে সরকার। মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীকে সংসদ টিভির ক্লাস ও প্রতিষ্ঠান পরিচালিত অনলাইন ক্লাস সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। মাধ্যমিকের সব শিক্ষার্থীর জন্য দূরশিক্ষণ নিশ্চিত করতে ৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সংসদ টিভির ও অনলাইন ক্লাসে অংশগ্রহণসংক্রান্ত প্রতিবেদন জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংগ্রহ করে অধিদপ্তরে পাঠাতে আঞ্চলিক উপপরিচালকদের বলা হয়েছে।

মাউশি থেকে এসব নির্দেশনা দিয়ে চিঠি আঞ্চলিক শিক্ষা অফিসগুলোতে পাঠানো হয়েছে।

অভিভাবকদের সঙ্গে নিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে স্কুলে এসেছে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা
প্রথম আলো ফাইল ছবি

অধিদপ্তরের দেওয়া তিন দফা নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ের অনলাইন ক্লাসে উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের যুক্ত করা ব্যবস্থা করা, স্কুল কর্তৃপক্ষ পরিচালিত অনলাইন ক্লাসগুলোকে জুম বা গুগল মিট বা মাইক্রোসফট টিম বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে মিথস্ক্রিয়া বা ইন্টার‌্যাক্টিভ করা এবং সংসদ টিভির ক্লাস, স্কুলের অনলাইন ক্লাস ও জেলা ও উপজেলা পর্যায়ের অনলাইন ক্লাসগুলো অগ্রাধিকার দিয়ে শ্রেণি রুটিন প্রস্তুত করা।

করোনার কারণে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের মূল্যায়ন হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। অ্যাসাইনমেন্ট জমা দিতে এসে দীর্ঘ ৯ মাস পর দেখা দুই সহপাঠীর। ছবিটি সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে গত বছরের নভেম্বরে তোলা
ছবি: আনিস মাহমুদ

এ ছাড়া মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীকে সংসদ টিভি ও অনলাইন ক্লাসে যুক্ত করার বিষয়ে সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সংগ্রহ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে ই-মেইলে ([email protected]) অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের।