default-image

অধ্যায় ৪

১১. World Development Report-2014 অনুযায়ী বাংলাদেশের নিট অভিবাসন কত?

ক. - ৫৪০ খ. - ৫৫০

গ. - ৫৬০ ঘ. - ৫৭০

১২. ‘অর্থনৈতিক সমীক্ষা-২০১৬’ অনুযায়ী ২০১৪ সালের স্থূল জন্মহার কত?

ক. ১৮.৯০ খ. ২০.১৪

গ. ২৩.১২ ঘ. ২৪.০৫

১৩. বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?

ক. ২০০৮ সালে খ. ২০১১ সালে

গ. ২০১৪ সালে ঘ. ২০১৫ সালে

বিজ্ঞাপন

১৪. ‘খ’ দেশটি আয়তনে ছোট হলেও এটি একটি ঘনবসতিপূর্ণ দেশ। এখানকার বেশির ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।

উক্ত দেশে সামাজিক ‌ক্ষেত্রে কেমন প্রভাব পড়তে পারে?

i. শিক্ষার ঘাটতি ii. চিকিৎসার ঘাটতি

iii. পুষ্টির অভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. ২০১৫ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কতজন লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে?

ক. ২০.৫ শতাংশ খ. ২১.৩ শতাংশ

গ. ২৪.৮ শতাংশ ঘ. ২৫.৪ শতাংশ

১৬. কত সাল থেকে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়?

ক. ১৯৯০ সাল খ. ১৯৯১ সাল

গ. ১১৯২ সাল ঘ. ১১৯৩ সাল

১৭. একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণে কোন কোন ‌ক্ষেত্রে প্রভাব পড়তে পারে?

i. অর্থনৈতিক ii. সামাজিক

iii. রাজনৈতিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. ২০১৫ সালে বাংলাদেশে শিক্ষার হার কত ছিল?

ক. ৬০.২% খ. ৬১.১২%

গ. ৬২.৩% ঘ. ৬৩.২%

বিজ্ঞাপন

১৯. World Development Report-2012 অনুযায়ী বাংলাদেশি পুরুষের গড় আয়ু কত?

ক. ৬৯.১ বছর খ. ৭০.১ বছর

গ. ৭১.১ বছর ঘ. ৭২.১ বছর

২০. World Development Report-2012 অনুযায়ী বাংলাদেশি মহিলাদের গড় আয়ু কত?

ক. ৭০.৬ বছর খ. ৭১.৬ বছর

গ. ৭২.৬ বছর ঘ. ৭৩.৬ বছর

২১. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?

ক. ১.৩৭% খ. ২.৩৭%

গ. ৩.৩৭% ঘ. ৪.৩৭%

২২. প্রতিবছর খাদ্য আমদানির পরিমাণ কত?

ক. ২০-৩০ লাখ মেট্রিক টন

খ. ৩০-৪০ লাখ মেট্রিক টন

গ. ৪০-৫০ লাখ মেট্রিক টন

ঘ. ৫০-৬০ লাখ মেট্রিক টন

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. খ ২১.ক ২২.খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

পরীক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন