এআইইউবিতে কলেজশিক্ষার্থীদের জন্য ফ্রি অনলাইন কোর্স
উচ্চমাধ্যমিক/এ লেভেল উত্তীর্ণ কলেজশিক্ষার্থীদের জন্য আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) একটি অনলাইন কোর্সের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার এ অনলাইন কোর্সে রেজিস্ট্রেশনের শেষ দিন। কোর্সটি শুরু হবে ১৬ আগস্ট থেকে।
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে শিক্ষার্থীরা অনেকটাই শিক্ষার মূলধারা থেকে বিচ্ছিন্ন। আর তাই তাদের সঠিক গাইডলাইনের জন্য এআইইউবি আয়োজন করছে এ অনলাইন কোর্সের। অনলাইন রেজিস্ট্রেশনের ঠিকানা: www.aiub.edu/csr