default-image

অপরিচিতা

৩৮. মামার নিষেধ অমান্য করে কল্যাণীর সাথে দেখা করতে যাওয়ার মধ্য দিয়ে অনুপমের কোন দিকটি প্রকাশিত হয়?

ক. অপরাধবোধ

খ. বিবেকবোধ

গ. লুক্কায়িত প্রেম

ঘ. গভীর সহানুভূতি

৩৯. অনুপম ও কল্যাণীর বিয়েতে যে বিষয়টি গুরুত্ব পেয়েছে—

ক. কন্যার পিতার পারিবারিক অবস্থা

খ. তৎকালীন উঁচু শ্রেণির মতামত

গ. অনুপমের পিতার প্রতিজ্ঞা

ঘ. দুই পরিবারের অতীত সুসম্পর্ক

৪০. কে বিয়েবাড়িতে ঢুকে খুশি হলেন না?

ক. অনুপম খ. হরিশ

গ. মামা ঘ. বিনু

আমার পথ

১. যার মনে মিথ্যা আশ্রয় করে থাকে সে কাকে ভয় পায়?

ক. সত্যকে খ. মিথ্যাকে

গ. ভালোকে ঘ. মন্দকে

২. কোনটিকে অহংকার বা স্পর্ধা বললে ভুল হবে?

ক. বিনয় প্রকাশ খ. সম্মান প্রদর্শন

গ. স্পষ্ট কথা ঘ. সদালাপ

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দণ-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না—

৩. উদ্দীপকে ‘আমার পথ’ প্রবন্ধের যে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে—

i. অন্যায়ের প্রতিবাদ

ii. মঙ্গল সাধন

iii. দাসত্বের অবসান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪. উদ্দীপকের অত্যচারী ‘আমার পথ’ প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করে?

ক. অভিশাপ-রথের সারথি

খ. অহংকারে পৌরুষ

গ. স্পষ্টভাষী

ঘ. মিথ্যার জল

৫. ভুলের মাধ্যমে আমরা কী পেতে পারি?

ক. সত্য খ. মিথ্যা

গ. ভয় ঘ. জ্ঞান

৬. কোন ব্যক্তি অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

ক. নিজ ধর্ম বিশ্বাসী খ. জ্ঞানী

গ. সৎ ঘ. নাস্তিক

৭. নিজেকে চিনলে মানুষের মনে কী আসে?

ক. সাহস খ. জোর

গ. বিশ্বাস ঘ. দম্ভ

সঠিক উত্তর

অপরিচিতা: ৩৮. গ ৩৯. ক ৪০. গ

আমার পথ: ১. খ ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

লেখক: মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

বিজ্ঞাপন
পরীক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন