default-image

অধ্যায় ২

২৭. কোন ক্ষেত্রে অংশীদারদের মূলধন হিসাবকে সর্বদা পরিবর্তনশীল মনে করা হয়?

ক. চলতি হিসাবের ক্ষেত্রে

খ. সংরক্ষিত মূলধনের ক্ষেত্রে

গ. পুনরায় সমন্বয়ের ক্ষেত্রে

ঘ. পুনরায় মূল্যায়নের ক্ষেত্রে

২৮. ঝরনা, তমা ও প্রিয়ন্তী ৫:৩:২ অনুপাতের মুনাফা বণ্টনের চুক্তিতে সম্মত হয়। চুক্তি অনুযায়ী প্রিয়ন্তী যদি ৫০০ টাকা পায় তবে কারবারের বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ কত হবে?

ক. ৫০,০০০ খ. ২৫,০০০

গ. ১০,০০০ ঘ. ৭,৫০০

২৯. স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব রাখা হলে অংশীদারদের বেতন, মূলধনের সুদ কমিশন নিচের কোন হিসাবে হিসাবভুক্ত হবে?

ক. লাভ–ক্ষতি হিসাব

খ. মূলধন ও আবণ্টন হিসাব

গ. মূলধন হিসাব

ঘ. আবণ্টন ও চলতি হিসাব

সঠিক উত্তর

অধ্যায় ২: ২৭. গ ২৮. খ ২৯. ঘ

*মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

বিজ্ঞাপন
পরীক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন