এবার এসএসসি পরীক্ষার্থী বেড়েছে ১৭৯৩৩৪ জন

শিক্ষামন্ত্রী দীপু মনি
ফাইল ছবি: বাসস

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গতবারের চেয়ে এবার ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।

আজ বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি জানান, এবার এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আরও পড়ুন

১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার বিস্তারিত জানাতেই আজ সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী।