default-image

অধ্যায় ১

৮. মানুষের প্রকৃতি নির্ভরশীলতা কমে যাওয়ার পেছনে কারণ কী?

ক. অর্থের ব্যবহার খ. তথ্যের ক্রমবিকাশ

গ. ইন্টারনেট ঘ. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার

৯. একুশ শতাব্দীতে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে?

ক. অর্থ-সম্পদভিত্তিক খ. বাজেটভিত্তিক

গ. জ্ঞানভিত্তিক ঘ. তথ্যভিত্তিক

১০. একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে—

i. উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে

ii. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে জ্ঞান অর্জন করতে হবে

iii. তথ্যপ্রযুক্তিতে পারদর্শী হতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?

ক. ১৮৩৩ খ. ১৮৪২

গ. ১৯৫৩ ঘ. ১৯৯১

১২. কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?

ক. চার্লস ব্যাবেজ খ. অ্যাডা লাভলেস

গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

ঘ. জগদীশ চন্দ্র বসু

১৩. ফেসবুকের নির্মাতা কে?

ক. স্টিভ জবস খ. বিল গেটস

গ. মার্ক জাকারবার্গ ঘ. টিম বার্নার্স লি

সঠিক উত্তর

অধ্যায় ১: ৮. ঘ ৯. গ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. গ

*লেখক: প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

বিজ্ঞাপন
পরীক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন