default-image

কপোতাক্ষ নদ

২২. কপোতাক্ষের কুলকুল ধ্বনি কবির চিত্তে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে?

ক. সংশয় খ. বিরক্তি

গ. পুলক ঘ. বেদনা

২৩. কোন চরণে কবির দেশপ্রেম সকল সীমার বাঁধন অতিক্রম করে গেছে?

ক. দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে

খ. সতত, হে নদ, তুমি পড় মোর মনে

গ. বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে

ঘ. লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে

২৪. কবি ‘মাতৃদুগ্ধ’ বলে সম্বোধন করেছেন কোনটিকে?

ক. মাতৃভাষা বাংলাকে

খ. বাংলাদেশের আলো-হাওয়াকে

গ. কপোতাক্ষ নদকে

ঘ. কপোতাক্ষ নদের জলকে

২৫. ‘নিরিবিলি’ বোঝাতে কবি ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কোন শব্দটি ব্যবহার করেছেন?

ক. মন্ত্রধ্বনি খ. বিরলে

গ. ছলনে ঘ. সখা-রীতে

২৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় নিচের কোনটি প্রকাশ পেয়েছে?

ক. ভাষাপ্রীতি খ. স্মৃতিকাতরতা

গ. নদীপ্রেম ঘ. স্বজাত্যবোধ

২৭. বাংলা কাব্যে সনেটের প্রবর্তক কে?

ক. মোতাহের হোসেন

খ. কায়কোবাদ

গ. ঈশ্বর গুপ্ত

ঘ. মাইকেল মধুসূদন দত্ত

২৮. ‘কপোতাক্ষ নদ’ কবিতার প্রতি চরণে কয়টি করে মাত্রা আছে?

ক. চৌদ্দটি খ. আঠারোটি

গ. বাইশটি ঘ. চব্বিশটি

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

তোমাকে যেন ভুলে না যাই, এ আশিস দাও মোরে,

দূর থেকে যেন ওগো মরমে তোমায় খুঁজে পাই।

২৯. উদ্দীপকটি নিচের কোন চরণের সঙ্গে ভাবগত সঙ্গতি বিধান করে?

ক. এ মিনতি, গাবে বঙ্গজ জনের কানে

খ. সতত তোমার কথা ভাবি এ বিরলে

গ. জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে

ঘ. লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে

৩০. উদ্দীপকের সঙ্গে যে ভাবগত সংগতি বিধান করে, তা হলো—

i. বন্ধুত্বের দোহাই

ii. সবিনয় মিনতি

iii. স্মৃতিকাতরতা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii ও iii

গ. i ও ii ঘ. i, ii ও iii

পল্লিজননী

১. বাঁশবনে বসে কোন পাখি ডাকে?

ক. কোকিল খ. কানাকুয়ো

গ. হুতুম ঘ. দোয়েল

২. নিচের কোন চিত্রটি সন্তানের অমঙ্গলের প্রতীক?

ক. নিবু নিবু দীপ

খ. ঘোর অন্ধকার

গ. হুতুমের ডাক

ঘ. ঝড়ের কাঁপন

৩. জসীমউদ্‌দীন ফরিদপুর জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

ক. গোবিন্দপুর খ. তাম্বুলখানা

গ. মাহমুদপুর ঘ. কদমতলী

৪. জসীমউদ্‌দীনের কোন কাব্য বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?

ক. রাখালী

খ. নক্সী কাঁথার মাঠ

গ. বালুচর

ঘ. সোজন বাদিয়ার ঘাট

৫. ‘পল্লিজননী’ কবিতায় কোথায় নিবু নিবু দীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে?

ক. শিয়রের কাছে

খ. দুয়ারের কাছে

গ. দীপদানিতে

ঘ. টেবিলের ওপর

৬. ‘পল্লিজননী’ কবিতায় ছেলের ঘুম আসে না কেন?

ক. বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়ার জন্য

খ. গোপন অভিযানে যাওয়ার জন্য

গ. পেটের ক্ষুধার কারণে

ঘ. রোগযন্ত্রণার কারণে

সঠিক উত্তর

কপোতাক্ষ নদ: ২২.গ ২৩.ক ২৪. ঘ ২৫. খ ২৬. খ ২৭. ঘ ২৮.ক ২৯. ঘ ৩০.খ

পল্লিজননী: ১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. ক ৬. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

*লেখক: মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

বিজ্ঞাপন
পরীক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন