default-image

করোনাভাইরাসে প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতে এবার স্থগিত হলো জয়েন্ট এনট্রান্স এক্সামিনেশন (জেইই) মেইন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি-এনটিএ এ কথা জানিয়েছে। সিবিএসই, আইসিএসসির বোর্ড পরীক্ষার পর এবার জেইই মেইনও স্থগিত করল দেশটি। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত বলে টুইট বার্তায় জানান ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। ২৭, ২৮, ৩০ এপ্রিল এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, কবে এ পরীক্ষা হবে, সেই সিদ্ধান্ত পরে জানানো হবে। পরীক্ষার অন্তত ১৫ দিন আগে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

জয়েন্ট এনট্রান্স এক্সামিনেশন (জেইই) মেইন পরীক্ষায় অংশ নেওয়ার পরই শিক্ষার্থী প্রকৌশল ও স্থাপত্য পড়ার সুযোগ পায়।

এর আগে ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) এ বছরের দশম শ্রেণির পরীক্ষা বাতিল করেছে। দ্বাদশ শ্রেণির পরীক্ষা আপাতত স্থগিত।

কয়েক দিন ধরে ভারত করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড গড়ছে। এ জন্য অনেকেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের কাছে আবেদন করেছিলেন যেন এপ্রিলে জেইই (মেন) পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে সাড়া দিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়ে দিল, আগামী ২৭, ২৮, ৩০ এপ্রিল জেইই (মেন) পরীক্ষা বাতিল করা হলো।

বিজ্ঞাপন

গত বছর ২০২০ সালেও একই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল এ পরীক্ষায় অংশ নিতে যাওয়া আবেদনকারীদের। করোনা সংক্রমণের জেরে বারবার পিছিয়ে যাচ্ছিল পরীক্ষা। বিকল্প হিসেবে অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তবে ২০২১–এর প্রথম দিকে সেই সংকটজনক পরিস্থিতি কাটে। ফলে ফেব্রুয়ারি ও মার্চ মাসে জয়েন্ট এন্ট্রান্স, মেন পরীক্ষ নেওয়া হয়। কিন্তু মাস পেরোতেই ফের দেশে করোনার ধাক্কায় জেরবার ভারত। প্রতিদিন রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে আপাতত এ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিল এনটিএ।

পরীক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন