জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল পুনর্নিরীক্ষণের আবেদন ২৯ জুলাই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ফলাফল প্রকাশ করা হয়। অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ২৯ জুলাই থেকে আগামী ২১ আগস্ট পর্যন্ত আবেদন করতে হবে। ফল প্রকাশের পর গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেসব পরীক্ষার্থী অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের সব বিষয়ে সব কোর্সে উত্তীর্ণ হয়েছেন, শুধু সেসব পরীক্ষার্থীর চার বছরের সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত তথ্য ও ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd অথবা www.nubd.info) এ পাওয়া যাবে। ২০ জুলাই অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন ২৯ জুলাই থেকে শুরু হবে। ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ওই দিন সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২১ আগস্ট রাত ১২টা পর্যন্ত। ২২ আগস্ট বিকেল চারটা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) এ পাওয়া যাবে।