default-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় বেশ কয়েকবার সময় পরিবর্তনের পর এ বছরের জানুয়ারি থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার এ ফলাফল প্রকাশিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৪২টি মেডিকেল কলেজের এমবিবিএস থার্ড প্রফেশনাল পরীক্ষা এ বছরের ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছিল। পরীক্ষা শেষ হয় ১০ মার্চ। করোনা পরিস্থিতে কয়েকবার পেছানোর পর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশও সম্ভব হয়েছে।

এর আগে থার্ড প্রফেশনাল পরীক্ষার ২৪ জানুয়ারি ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞাপন
পরীক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন