default-image

অধ্যায় ১

৭৭. নিচের কোনটি শিক্ষাক্ষেত্রের আধুনিক পদ্ধতি?

ক. ই-লার্নিং খ. ই-পর্চা

গ. ই-গভর্ন্যান্স ঘ. ই-বুক

৭৮. বর্তমানের ক্লাসরুমে শিক্ষকেরা কিসের সাহায্যে পাঠদানে আগ্রহী হচ্ছেন?

ক. মাল্টিমিডিয়া খ. প্রজেক্টর

গ. কম্পিউটার ঘ. বই

৭৯. বিজ্ঞানের বিষয়গুলো শিক্ষার্থীরা সহজে শিখতে পারছে কিসের সাহায্যে?

ক. ই-লার্নিং খ. এনসাইক্লোপিডিয়া

গ. বই ঘ. ওয়েবসাইট

বিজ্ঞাপন

৮০. পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের অসংখ্য কোর্স কোথায় উন্মুক্ত করে দিয়েছে?

ক. অনলাইনে খ.ওয়েব পোর্টালে

গ. নেটওয়ার্কে ঘ. বইয়ে

৮১. শিক্ষক তাঁর শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন কোন প্রক্রিয়ায়?

ক. স্কাইপিতে

খ. ই-বুক প্রক্রিয়ায়

গ. ই-লার্নিং প্রক্রিয়ায়

ঘ. প্রচলিত পাঠদান পদ্ধতিতে

৮২. ই-লার্নিংয়ের জন্য প্রথম এবং অবশ্য প্রয়োজনীয় উপাদান কোনটি?

ক. শিক্ষক খ. ইন্টারনেট

গ. তথ্য ঘ. ই-লার্নিং সম্পর্কে জ্ঞান

৮৩. বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদেরা বাংলায় কোর্স দেওয়ার কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন?

ক. ইন্টারনেট খ. জিপিএস

গ. মাল্টিমিডিয়া ঘ. ওয়েবসাইট পোর্টাল

৮৪. শিক্ষকেরা পাঠদান ভিডিও করে
সবার মাঝে বিতরণ করতে পারেন
কোন প্রক্রিয়ায়?

ক. ই-কমার্স খ. ই-পুর্জি

গ. ই-পর্চা ঘ. ই-লার্নিং

৮৫. সুশাসনের জন্য কী দরকার?

ক. স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা

খ. অস্বচ্ছতা

গ. অব্যবস্থা

ঘ. আধুনিক ব্যবস্থা

বিজ্ঞাপন

৮৬. কোন ব্যবস্থার ফলে জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব?

ক. ডিজিটাল ব্যবস্থা খ. ই-লার্নিং

গ. আইন প্রণয়ন ঘ. ই-ভোটিং

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৭ ও ৮৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

সুমন সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের চিকিৎসক ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন।

৮৭. স্থানীয় চিকিৎসক যে পদ্ধতিতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো—

i. টেলিমেডিসিন সেবা ii. ই-স্বাস্থ্যসেবা

iii. ই-কমার্স সেবা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৮. সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান?

ক. আইসিটি খ. টেলিভিশন

গ. রোবট ঘ. কম্পিউটার

সঠিক উত্তর

অধ্যায় ১: ৭৭. ক ৭৮. ক ৭৯. ক ৮০. ক

৮১. ঘ ৮২. খ ৮৩. ঘ ৮৪. ঘ ৮৫. ক ৮৬. ক ৮৭. ক ৮৮. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

পরীক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন