default-image

অধ্যায় ২

প্রশ্ন: ব্রিটিশবিরোধী আন্দোলনে যাঁদের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়, তাঁদের নাম লেখো।

উত্তর: ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাস্টারদা সূর্যসেনের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়।

অধ্যায় ৩

প্রশ্ন: সোনারগাঁও কোথায় অবস্থিত এবং কোন সময়ের রাজধানী ছিল?

উত্তর: সোনারগাঁও ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত। সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল।

প্রশ্ন: পানাম নগর কোথায় এবং কেন গড়ে উঠেছিল?

উত্তর: উনিশ শতকে হিন্দু বণিকদের সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে সোনারগাঁওয়ে পানাম নগর গড়ে ওঠে।

প্রশ্ন: লালবাগ কেল্লাটি কোথায় এবং কে নির্মাণ কাজ শুরু করেন?

উত্তর: ঢাকার দক্ষিণ-পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে ১৬৭৮ সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়। আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গটির নির্মাণকাজ শুরু করেন।

প্রশ্ন: লালবাগ কেল্লার দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর: লালবাগ কেল্লার দুটি বৈশিষ্ট্য:

১. দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি

২. দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি তিন গম্বুজবিশিষ্ট মসজিদ রয়েছে।

*রাবেয়া সুলতানা, িশক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

বিজ্ঞাপন
পরীক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন