অষ্টম শ্রেণি: বাংলাদেশ ও বিশ্বপরিচয়।। বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ২
১৪. পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণে কে নেতৃত্ব প্রদান করেন?
ক. এ কে খন্দকার
খ. জেনারেল ওসমানী
গ. লে. জেনারেল জগজিৎ সিং অরোরা
ঘ. জেনারেল স্যাম মানেকশ
১৫. মুক্তিযুদ্ধের সময় কত তারিখ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালকে নিরাপদ এলাকা ঘোষণা করা হয়?
ক. ১০ ডিসেম্বর খ. ১২ ডিসেম্বর
গ. ১৪ ডিসেম্বর ঘ. ১৫ ডিসেম্বর
১৬. মার্ক টালি কে ছিলেন?
ক. একজন রাষ্ট্রদূত খ. একজন সংবাদিক
গ. একজন গায়ক ঘ. একজন মুক্তিযোদ্ধা
১৭. নৌপথে অপারেশন জ্যাকপট নামে পরিচালিত অভিযানে মুক্তিযুদ্ধে নৌকমান্ডোগণ মোংলা বন্দরে কতটি জাহাজ ধ্বংস করে?
ক. ১০ খ. ১৫
গ. ২৬ ঘ. ৫০
১৮. মার্ক টালি কোন প্রতিষ্ঠানের সাংবাদিক ছিলেন?
ক. বিবিসি
খ. ভয়েস অব আমেরিকা
গ. আকাশবাণী
ঘ. সিএনএন
১৯. বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে ১৯৭১ সালের নভেম্বর মাসে কোন বাহিনী গঠিত হয়?
ক. সেনাবাহিনী খ. যৌথবাহিনী
গ. গেরিলা বাহিনী ঘ. গোয়েন্দা বাহিনী
২০. ভারতের মাটিতে ১৯৭১ সালের কোন মাস থেকে বাঙালি যুবকদের সশস্ত্র ট্রেনিং নেওয়া শুরু হয়?
ক. এপ্রিল খ. মে
গ. জুন ঘ. জুলাই
২১. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন?
ক. এই ভাষণের মাধ্যমে বাঙালির অধিকার আদায় হয় বলে
খ. এই ভাষণ সারা দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে
গ. এই ভাষণ ছিল বাঙালির প্রেরণার উৎস
ঘ. এই ভাষণ দ্বারা স্বায়ত্তশাসন অর্জিত হয় বলে
২২. ১৯৭১ সালের কত তারিখে ভারতীয় সৈন্য যশোরে ঘাঁটি স্থাপন করে?
ক. ২৮ মার্চ খ. ১৭ এপ্রিল
গ. ২৫ মে ঘ. ১৩ নভেম্বর
২৩. বাংলাদেশের প্রথম মিশন কোথায়
স্থাপিত হয়?
ক. আমেরিকায় খ. ভুটানে
গ. কলকাতায় ঘ. দিল্লিতে
২৪. কবে বাংলাদেশ ও ভারত যৌথ কমান্ড গঠন করে?
ক. ২১ ফেব্রুয়ারি খ. ২০ নভেম্বর
গ. ২৪ নভেম্বর ঘ. ২১ নভেম্বর
২৫. মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ কেন?
ক. স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য
খ. বাংলাদেশ ও বাঙালিদের ভালোবাসার জন্য
গ. কঠোর হস্তে বিদ্রোহ দমন করার জন্য
ঘ. কলকাতায় সচিবালয় গড়ে তোলার জন্য
সঠিক উত্তর
অধ্যায় ২: ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. ক ২১. খ ২২. ঘ ২৩. গ ২৪. ঘ ২৫. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক
লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা