বিএসএমএমইউ
ছবি: সংগৃহীত

https://www.bsmmu.edu.bd/public/uploads/files/b9aeb26b88f8a82b4289c3ede13797cf.pdf
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডিপ্লোমা জুলাই ২০২১ সেশনের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বিএসএমএমইউর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী হওয়ায় ডিপ্লোমা জুলাই ২০২১ সেশনের সব অপস, ক্লিনিক্যাল ও ওরাল পরীক্ষা ২০ অক্টোবরের পরিবর্তে ১৯ অক্টোবর অথবা নিজ নিজ বিভাগের শিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে। আদেশের অনুলিপি বিএসএমএমইউর সব বিভাগের ডিন, চেয়ারম্যান, সব মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।