default-image

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও বিএসসি ইন নার্সিং কোর্সের আগামীকাল শুক্রবারের কমপ্রিহেনসিভ (লাইসেন্স বা প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নার্সিং শাখার উপসচিব ইশরাত জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে বেলা ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা ইন নার্সিং পাস করা শিক্ষার্থীরা পরীক্ষা থেকে বঞ্চিত হওয়ায় বিক্ষোভ করেন। সোনার বাংলা নার্সেস অ্যাসোসিয়েশনের শ খানেক শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নেন। পরে দুপুর সাড়ে ১২টার পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তাঁরা উল্লাস করেন।

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের সমন্বয়ক এম কে পারভেজ বলেন, ‘প্রায় ৫ হাজার ৪০০ শিক্ষার্থীকে ছাড়া এ পরীক্ষা নেওয়ার পাঁয়তারা করা হয়েছিল। তবে পরীক্ষা স্থগিত করায় উপসচিবকে ধন্যবাদ জানাই। তবে আমাদের বাকি দাবিগুলো আগামী এক সপ্তাহের মধ্যে মেনে নেওয়ার আহ্বান জানাই।’

দাবিগুলো হলো কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধীনস্থ সব জায়গায় চাকরির সুযোগ দেওয়া। ডিপ্লোমা নার্সিং ও ফার্মাসিস্ট, ডেন্টিস্ট, ফিজিওথেরাপিস্ট, ইন্টিগ্রেটেড মেডিসিন প্রাকটিশিয়ানদের সনদ প্রদান। ইন্টিগ্রেটেড মেডিসিন প্রাকটিশিয়ানদের ডিপ্লোমা ফিজিওথেরাপির মতো বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তির সুযোগ প্রদান।

পরীক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন