অষ্টম শ্রেণি: বিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ৪
১৯. নিচের কোনটি কৃত্রিম অঙ্গজ প্রজননের সঙ্গে সম্পর্কিত?
ক. কন্দ খ. অফসেট
গ. কাটিং ঘ. রাইজোম
২০. স্বপরাগায়নের সুবিধা কোনটি?
ক. নতুন চরিত্রের সংমিশ্রণ হয়
খ. প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়
গ. নতুন প্রকরণ সৃষ্টি হয়
ঘ. বীজ অধিক জীবনীশক্তিসম্পন্ন হয়
২১. রাইজোম দেখা যায় নিচের কোনটিতে?
ক. আলু খ. আদা
গ. রসুন ঘ. কচু
২২. পরাগধানীর মধ্যে কী উত্পন্ন হয়?
ক. রেণু খ. ফুল
গ. পরাগ ঘ. মধু
২৩. কোনটি মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে?
ক. কন্দ খ. স্টোলন
গ. রাইজোম ঘ. অফসেট
২৪. বুলবিলের মাধ্যমে প্রজনন হয় কোনটির?
ক. পাথরকুচি খ. ফণীমনসা
গ. কচুরিপানা ঘ. চুপড়ি আলু
২৫. ফুলের সবচেয়ে বাইরের অংশ কোনটি?
ক. বৃতি খ. দল
গ. পুংকেশর ঘ. স্ত্রীকেশর
২৬. ফল ও বীজ উত্পাদনের পূর্বশর্ত কোনটি?
ক. নিষেক খ. পরাগায়ন
গ. পুংগ্যামেট সৃষ্টি ঘ. স্ত্রীগ্যামেট সৃষ্টি
অধ্যায় ৫
১. উদ্ভিদে ফুল উত্পাদনে সহায়তা করে কোন হরমোন?
ক. অক্সিন
খ. জিব্বেরেলিন
গ. ফ্লোরিজেন
ঘ. অক্সাইড
২. অক্সিন হরমোন কে আবিষ্কার করেন?
ক. গ্রেগর জেহান মেন্ডেল
খ. চার্লস ডারউইন
গ. মাদাম কুরি
ঘ. নিউটন
৩. খাটো উদ্ভিদের দৈর্ঘ৵ বৃদ্ধি করতে কোন হরমোন প্রয়োগ করা হয়?
ক. অক্সিন খ. সাইটোকাইনিন
গ. জিব্বেরেলিন ঘ. ইথানল
৪. মস্তিষ্ক কোন অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত?
ক. অক্সিন খ. নিউরন
গ. স্নায়ু ঘ. ইন্ডোল
৫. নিউরনের কোষদেহের কোষে কোনটি থাকে না?
ক. সেন্ট্রিওল খ. কোষ আবরণী
গ.সাইটোপ্লাজম গ. নিউক্লিয়াস
৬. একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১৯. গ ২০. খ ২১. খ ২২. গ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. খ
অধ্যায় ৫: ১. গ ২. খ ৩. গ ৪. খ ৫. ক ৬. ক