এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস: বিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৩২. ১ গ্রাম/সিসি অর্থ কী?

i. ১ সিসি পানির ভর ১ গ্রাম

ii. ১ সিসি পানির ভর ১০০০ গ্রাম

iii. ১ সিসি পানির ভর ১০০ গ্রাম

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii ও iii

গ. i ও iii ঘ. i. ii.ও iii

৩৩. পানি বিশুদ্ধকরণ পদ্ধতি হলো—

i. পরিস্রাবণ ii. ক্লোরিনেশন iii. স্ফুটন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i. ii.ও iii

৩৪. পানিবাহিত রোগ হলো—

i. কলেরা ii. আমাশয় iii. ক্যানসার

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও iii ঘ. i. ii.ও iii

৩৫. বিশুদ্ধ পানি তড়িৎ

i. পরিবাহী ii. অপরিবাহী iii.অর্ধপরিবাহী

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii ও iii

গ. i ও iii ঘ. i. ii.ও iii

৩৬. কোনো দ্রবণে অ্যাসিডের পরিমাণ যত বাড়ে PH–এর মান তত—

i. কমে ii. বাড়ে iii. সমান থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i. খ. ii ও iii

গ. i ও iii ঘ. i. ii.ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ক ৩২. ক ৩৩. ঘ ৩৪. ক ৩৫.খ
৩৬. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা