অনুমোদন পেয়েছে ইউআইটিএসের স্থায়ী ক্যাম্পাস

ইউআইটিএসের স্থায়ী ক্যাম্পাস
ছবি: সংগৃহীত

গত ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পেয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) স্থায়ী ক্যাম্পাস। সে অনুযায়ী ঢাকার ভাটারার ‘হোল্ডিং ১৯০, রোড-৫, ব্লক জে, বারিধারা, মধ্যনয়ানগর’ ঠিকানায় স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, গত ২৩ ফেব্রুয়ারি ইউজিসির গঠিত একটি কমিশন স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করে। কমিশনের সুপারিশ অনুযায়ীই অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ ও উপাচার্যসহ ইউআইটিএস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।