আইইউবিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অতিথিরা
ছবি: সংগৃহীত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সামার ২০২২-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আইইউবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আবু তাহের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের বিশ্ব প্রতিযোগিতামূলক ও দ্রুত পরিবর্তনশীল। এ ছাড়া এই শতাব্দী তথ্য, জ্ঞান ও প্রযুক্তিনির্ভর। তাই এই শতাব্দীতে বেঁচে থাকার পাশাপাশি স্থিতিশীলতার জন্য বিভিন্ন সেক্টরে দ্রুত পরিবর্তন সম্পর্কে সচেতন হতে হবে। জীবনব্যাপী শিক্ষা ও গবেষণার জ্ঞান ও দক্ষতা হালনাগাদ করা উচিত। এখনকার প্রযুক্তি জ্ঞাননির্ভর সমাজে চলতে গেলে কর্মক্ষেত্রে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সঠিক কর্মপরিকল্পনা ও কৌশল অবলম্বন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

মাদক থেকে দূরে থাকতে নতুনদের প্রতি আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, যে মাদক নিতে বলবে সে বন্ধু না। মাদক না নেওয়াটাই স্মার্টনেস। আগুনে হাত দিয়ে হাত পুড়িয়ে অভিজ্ঞতা নেওয়ার কোনো মানে হয় না।

ওরিয়েন্টেশনে আরও বক্তব্য দেন আইইউবির সহ-উপাচার্য নিয়াজ আহমেদ খান, রেজিস্ট্রার ও বিভিন্ন স্কুলের ডিন। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা।