ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে পিঠা উৎসব

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ২০২১। গতকাল মঙ্গলবার আইএসইউ মহাখালী ক্যাম্পাসে এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল আউয়াল খান। তিনি বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানান স্বাদের পিঠার ঐতিহ্য ধরে রাখার জন্য এ আয়োজন। আয়োজনে ছিল ভাপা, নারিকেল দুধ–পুলি, নারিকেল পুলি, পাটিসাপটা, আনারকলি, দুধসাগর এবং চিতই পিঠার সমাহার।

পিঠা উৎসবে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ এইচ টি এম কাদের নেওয়াজ, রেজিস্ট্রার ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে আহমেদ আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন ড. অলি আহাদ ঠাকুর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ইঞ্জিনিয়ার আবদুল বাসেদ মিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীরা।
বিজ্ঞপ্তি