এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের রজতজয়ন্তী কাল

বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১৯৯৬ সালের ৪ জানুয়ারি যাত্রা শুরু করে। শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, গবেষক, লেখক, অধ্যাপক ড. আবুল হাসান এম সাদেকের হাত ধরে দুটি অনুষদ ও তিনটি বিভাগ নিয়ে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির। বর্তমানে ৫টি অনুষদ ও ১৩টি বিভাগ নিয়ে শিক্ষা প্রদান করছে বিশ্ববিদ্যালয়টি।

কাল ৪ জানুয়ারি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে গৌরবোজ্জ্বল রজতজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। এ উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। রজতজয়ন্তী উদ্বোধন, জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, অ্যালামনাই মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, ম্যাথঅলিম্পিয়াডসহ নানা আয়োজন আছে অনুষ্ঠানমালায়। বিজ্ঞপ্তি