সেই প্রশ্নের উত্তর না পেলেও, গ্রুপের বয়স এক বছর পার হয়েছে। এই ১১টি মেয়ে আমাকে অবাক করে দেয় মাঝেমধ্যেই। ওরা এত বেশি প্রাণোচ্ছল আর হাসিখুশিতে ভরপুর থাকে, আমি অবাক না হয়ে পারি না। ছোটবেলায় না পেলেও এই যে বড়বেলা, বড় হওয়ার সময়টায়, বিষাদের সময়টায় তাদের পাশে পেয়ে আমি অনেক খুশি। কলেজ-বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, তোমাদের জন্যও ভালোবাসা।
আমার মনে হয় জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ এই বন্ধুরা। ছোটবেলা থেকে বড় হতে হতে হতে কত ধাপে ধাপে কত বন্ধু গড়ে ওঠে আমাদের। ভালো বন্ধুদের পাশে থাকুন, ভালো বন্ধুদের পাশে রাখুন। আর অনলাইনের হাসিঠাট্টার বাইরেও অফলাইনে বন্ধু কেমন আছে, সে খবরও নিশ্চয়ই আমরা রাখব। আনন্দের সময় খোঁজ রাখব, দুঃখের সময়। একা থেকে এক হওয়ার সবচেয়ে ভালো সময় এখন। সব বন্ধুরা মিলে একদিন আনব রাঙা প্রভাত।
শাকিনাতুন সুলতানা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়