default-image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বাণিজ্য শাখার (ইউনিট-৩) ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক শওকত জাহাঙ্গীরের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ২০ হাজার ৩০৭ পরীক্ষার্থীকে বাণিজ্য শাখায় লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছিল। এর মধ্যে ১৯ হাজার ৪৯১ পরীক্ষার্থী ৬১০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন। প্রথমবারের মতো এ বছর পরীক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় প্রথম ৬১০ জন পরীক্ষার্থীর পর আসন শূন্য সাপেক্ষে অপেক্ষাকৃত তালিকায় থাকা পরীক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তিসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0