default-image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিলম্ব ফি মওকুফের সময়সীমা বাড়ানো হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে গত বছরের মার্চ থেকে ডিসেম্বর ধারাবাহিকতায় ২০ মার্চ, ২০২১ পর্যন্ত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সব ধরনের বিলম্ব ফি মওকুফ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় মার্চ থেকে ডিসেম্বর ২০২০-এর ধারাবাহিকতায় আগামী ২০ মার্চ পর্যন্ত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সব ধরনের বিলম্ব ফি মওকুফ করা হয়েছে। করোনার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব ধরনের বিলম্ব ফি গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত মওকুফ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ মেয়াদ বাড়ল আগামী মার্চ পর্যন্ত।

বিজ্ঞাপন
উচ্চশিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন